ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান খানের সাথে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কুমিল্লার চান্দিনার একটি রেস্টুরেন্টের সভাকক্ষে ওই সভা হয়।
লিয়াজোঁ কমিটির সভায় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ জোটের অন্য দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
এতে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী মাওলানা সোলায়মান খানের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, চান্দিনা উপজেলা এনসিপির প্রধান সমম্বয়কারী আবুল কাশেম অভি, খেলাফত মজলিস কুমিল্লা জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি হাফেজ এমদাদ উল্লাহ শামসি, জামায়াতের উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, পৌর খেলাফত মজলিস সভাপতি মুফতি আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা পশ্চিমের সভাপতি রহমত উল্লাহ শাওন, আহত জুলাই যোদ্ধা শাকিল আহমেদ। স্বাগত বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আবুল খায়ের, অর্থ সম্পাদক কবির হোসেন, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক খায়রুল বাশার, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাবিবুল্লাহ বাহার, কর্ম পরিষদ সদস্য কাউসার আলম, বাড়েরা ইউনিয়ন আমীর মিজানুর রহমান, কেরনখাল ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিনসহ জামায়াত, খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।



