ডা: যোবাইদা রহমানের জন্মদিন

শেরপুর সরকারি কলেজে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বুধবার বিকেল ৬টার দিকে শেরপুর উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
শেরপুর সরকারি কলেজে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
শেরপুর সরকারি কলেজে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: যোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে যুবদলের উদ্যোগে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৬টার দিকে শেরপুর উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি এনামুল হক পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, নাহিদুর রহমান নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম সবুজ, সবাইদুল ইসলাম, আলমগীর হোসেন, জেলা যুবদলের আরিফুর রহমান সদস্য তালাশ, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, সদস্য সজীব, স্বাধীন সূত্রধর, অরূপ মহন্ত, রাসেল, যুব নেতা লেলিন সরকার প্রমূখ।