পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ বাজার থেকে কাউকালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিএনপি নেতার বিল্ডিং নির্মাণে চাঁদা দাবি, মারধর ও আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করার অপরাধ দেখানো হয়।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে চাঁদাবাজিসহ ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে। আজ বেলা ১১টার দিকে আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।



