অস্ত্রসহ যুবক গ্রেফতার

পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশকে গুলি, আহত ৩

‘গ্রেফতার যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
অস্ত্রসহ যুবক গ্রেফতার
অস্ত্রসহ যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে রামপাল কলেজের সামনে প্রাইভেটকারের সাথে অটোরিক্সার ধাক্কা লাগায় বাকবিতন্ডার জেরে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে সাহসী পদক্ষেপে ওই যুবককে আটক করে পুলিশ। এসময় ধস্তাধস্তিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক সাব্বির হোসেন দীপু (২৯) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ছটফটিয়া গ্রামের হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনের রাস্তায় একটি প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৭২০৮ এর সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারে থাকা ওই যুবক নেমে নিজের কোমর থেকে রিভলবার বের করে প্রদর্শন করে। তাৎক্ষণিকভাবে হাতিমারা তদন্ত কেন্দ্রের ডিউটিরত পুলিশের একটি টিম তাকে আটক করার চেষ্টা করলে ওই যুবক তিন রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ তাকে গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল সাজেদুল। এ সময় উপস্থিত ছাত্র-জনতা ওই যুবককে মারধরসহ প্রাইভেটকারটি ভাঙচুর করলে গাড়িতে থাকা ওই যুবকের সহযোগী মুকুল (৩৩), শাহাদাত হোসেন(৩৪) পালিয়ে যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘গ্রেফতার যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।’