দোয়ারাবাজারে এলজিইডি’র ওয়েবসাইটে এখনো ঝুলছে ‘হাসিনার’ ছবি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেটে যায় এক বছর। এ সময়ে রাষ্ট্রের নানা ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন, হয়েছে রদবদলও। একইসাথে ঢেলে সাজানো হচ্ছে সরকারি দফতরগুলোকে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
এলজিইডি’র ওয়েবসাইটে ঝুলছে হাসিনার ছবি
এলজিইডি’র ওয়েবসাইটে ঝুলছে হাসিনার ছবি |নয়া দিগন্ত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর ভারতে গিয়ে আশ্রয় নেন পতিত এ প্রধানমন্ত্রী। এদিকে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেটে যায় এক বছর। এ সময়ে রাষ্ট্রের নানা ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন, হয়েছে রদবদলও। একইসাথে ঢেলে সাজানো হচ্ছে সরকারি দফতরগুলোকে। তবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তার ওয়েবসাইটে এখনো ঝুলছে ‘ফ্যাসিস্ট’ খেতাব পাওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে নানা মহলে।

ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, দোয়ারাবাজার এলজিইডি কর্মকর্তার ওয়েবসাইটের কাভারপেজে তিনটি ছবি যুক্ত করা হয়েছে। এরমধ্যে একটিতে দেখা যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভায় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শেখ হাসিনা। আর তার পাশে নিরাপত্তা কর্মী ও বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন। তবে ছবিটি বেশ পুরনো; তারপরে রাখা হয়েছে ওয়েবসাইটে।

তথ্য সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের আগে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। কিন্তু সরকার বদল হলেও সেখান থেকে ছবিটি আর সরানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তার খামখেয়ালিপনায় স্পর্শকাতর এ বিষয়টি যেন এড়িয়ে যেছে সবার চোখ।

হাসিনার পতনের ১ বছরেও সরকারি জনগুরুত্বপূর্ণ একটি দফতরের ওয়েবসাইটে এমন ছবি জাতীর সাথে প্রতারনার শামিল বলে অভিযোগ করছে সচেতন মহল। একইসাথে উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদের খামখেয়ালিপনায় এখনো ছবিটি রয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনেকেই।

বিষয়টি নিয়ে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘ওয়েবসাইটের ছবিটি পরিবর্তন করার কথা। এখনো যে রয়েছে তা আমি তো জানি না। আজই পরিবর্তন করা হবে।’