হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা ডিলারসহ আটক ৫

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাদকবিরোধী এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Baniachang
হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা ডিলার আটক
হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা ডিলার আটক |ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে একইসাথে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ৬ বীর-এর সেনা সদস্যরা। বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ও ৩ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া ও আমির খানি মহল্লায় একযোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনী ইয়াবা ৭৯ পিস, ইয়াবা কন্ট্রোলার ৩টি, গাঁজা ৮০০ গ্রাম, কলকি ৪টি, ফুয়েল পেপার ৪ পিস, মোবাইল ফোন ৪টি, দেশী দা ১টি ও ১টি চাকু উদ্ধার করেন।

এ সময় উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মো: সোহাগ মিয়া, পাঠানটুলা মহল্লার মো: জুয়েল মিয়া, চানপাড়া মহল্লার মো: শান্ত শাহিন, গরীবহুসেন মহল্লার মো: সাজ্জাত মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের মো: আবদাল মিয়াকে আটক করা হয়। আটকদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকবাসী জানায়, সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকাবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। মাদক কারবারি ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমাতে সেনাবাহিনী যেভাবে দৃঢ়তার সাথে কাজ করছে, তা প্রশংসনীয়।

অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন সামিউল আযীম বলেন, মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমরা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে কাজ করে যাব। জনগণ সহযোগিতা করলে এই অবৈধ ব্যবসা শিগগিরই নির্মূল করা সম্ভব হবে।

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাদকবিরোধী এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।