টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ উপদেষ্টা ফরিদা আক্তারের

আমরা অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহারকারীদের আটক করতে পারছি, তবে উৎপাদন ও বিক্রির উৎসে অভিযান চালানো হবে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার |নয়া দিগন্ত

টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন, দায়িত্বহীনভাবে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বোতল ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। একইসাথে হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান এবং এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

আজ শনিবার দুপুরে যাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট এলাকা পরিদর্শন শেষে তাহিরপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মৎস্য অধিদফতরের পক্ষ থেকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে। স্প্রিটভোটসহ জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে, যাতে কেউ মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করতে না পারে।

তিনি আরো বলেন, ‘আমরা অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহারকারীদের আটক করতে পারছি, তবে উৎপাদন ও বিক্রির উৎসে অভিযান চালানো হবে।’

উপদেষ্টা জানান, ইতোমধ্যে মুন্সিগঞ্জে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমদানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে যাদুকাটা নদী পরিদর্শন শেষে ফেরার পথে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের আটক করার নির্দেশ দেন। পরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে পাঠান মিয়া (৩৪), কদ্দুস মিয়ার ছেলে আবু বক্কর (২৫), হাসেন আলীর ছেলে আলীনুর (২৭), আসন আলীর ছেলে নুর আহমদসহ পাঁচজনকে আটক করেন।

এ সময় মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো: মামুন হাসান, জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, এডিসি সমর কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, জেলা মৎস্য কর্মকর্তা মো: শামসুল করীম, তাহিরপুর সার্কেলের প্রনব রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।