বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বৃষ্টির কারণে জোয়ারের তীব্রতা বেড়ে এ সমস্ত এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়।
জানা যায়, চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ, উত্তর চরদরবেশ, পশ্চিম চরদরবেশ, বগাদানা ইউনিয়নের উপকূলীয় অঞ্চল, ছোট ফেনী নদীর ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর এলাকা, বাংলা বাজার, কোম্পানিগঞ্জ এলাকা, ৮ নম্বর চরএলাই, ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের নতুন বেড়িবাঁধ এলাকাসহ বেশ কিছু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়া নতুন করে একাধিক জায়গা প্লাবিত হচ্ছে।
এছাড়া নিম্নাঞ্চলের অনেক জায়গায় বাড়ি-ঘর, দোকানপাট, মৎস্য ঘের, সড়ক, ফসল জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় জনসাধারণকে আতঙ্কগ্রস্ত না হতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে আবহাওয়া অধিদফতর ও স্থানীয় প্রশাসন। একইসাথে ফেনী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে বলেও জানায় তারা।
চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম জানান, ‘নদী উপকূলীয় নিম্নাঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জোয়ারের পানিতে এসব এলাকায় পানি ঢুকেছে। কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।’
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, ‘জনসাধারণের ভয় পাওয়ার কিছু নেই। ফেনী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে শঙ্কাও কমে যাবে। আমাদের সকল সেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুত রাখা হয়েছে।’