চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে বিট পুলিশিং সভা

মাদকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাদকসেবীর পরিবার। তাই মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ও মাদক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) সার্কেল নিশাত তাবাসসুম।

প্রধান অতিথির বক্তব্যে নিশাত তাবাসসুম বলেন, ‘মাদক সকল অপরাধের সাথে সম্পর্কিত। মাদক কেনার অর্থের প্রয়োজনে মাদকসেবীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন। মাদকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাদকসেবীর পরিবার। তাই মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: বেলাল হোসাইন, ছাত্রনেতা মামুন মজুমদার।

চৌদ্দগ্রাম থানার সাব ইন্সপেক্টর আবুল কালামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাফেজ বদিউল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাকসুদুর রহমান, সাবেক সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা বাবলু, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম, প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান, প্রবাসী ব্যবসায়ী ও জামায়াত নেতা হারুনুর রশীদ ভুঁইয়া, কামরুল ইসলাম, ইফতেখার উদ্দিন মেসকাত, হাফেজ মর্তুজা মজুমদার প্রমুখ।