কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

এটা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয় এটি আমার কয়েক বছরের শ্রমের অপচয়। যারা এ কাজ করেছে তারা আমার জীবিকার উপর নির্মম আঘাত হেনেছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
মরে ভেসে উঠে পুকুরের প্রায় সব মাছ
মরে ভেসে উঠে পুকুরের প্রায় সব মাছ |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে এক ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ঘটনায় লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন ওই ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার আমুয়া বাজার সংলগ্ন স্থানীয় ব্যবসায়ী ও ছাত্রদল নেতা মো: মামুন পোদ্দারের পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের পুকুরে দেশীয় ও বিদেশী প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন মামুন পোদ্দার। পরে শনিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে পুকুরে এসে প্রায় সব মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন।

মামুন পোদ্দার বলেন, ‘এটা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয় এটি আমার কয়েক বছরের শ্রমের অপচয়। যারা এ কাজ করেছে তারা আমার জীবিকার উপর নির্মম আঘাত হেনেছে। এর বিচার চাই আমি’

এদিকে ঘটনায় লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এছাড়া ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।