রায়পুরায় শিয়ালের কামড়ে কৃষকের মৃত্যু

প্রায় ২৪ দিন আগে কৃষি জমিতে কাজ করার সময় একটি পাগলা শিয়াল তাকে কামড় দেয়। এ সময় তার কোমর ও মুখে জখম হয়।

এস এম শরীফ মিয়া, রায়পুরা (নরসিংদী)

Location :

Narsingdi
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরার নলবাটা গ্রামে শিয়ালের কামড়ে জলাতঙ্ক হয়ে হোসেন মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

জানা যায়, প্রায় ২৪ দিন আগে কৃষি জমিতে কাজ করার সময় একটি পাগলা শিয়াল তাকে কামড় দেয়। এ সময় তার কোমর ও মুখে জখম হয়। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরবর্তী সময়ে আজ ভোরে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।