মানিকগঞ্জের ঘিওরে মাদক কারবারি, রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে হয়রানি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়াখোড়া বাজারে এই মানববন্ধন করেন স্থানীয় গ্রামবাসী।
মানববন্ধনে কয়েক শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানের মাধ্যমে মাদক ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খাঁন, আইনজীবী সেকেন্দার আলী খাঁন, বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: তৌকির, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, গৃহবধূ জামেলা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালিয়াখোড়া এলাকায় একটি চক্র মাদক কারবার চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়াও কিছু দালালচক্র রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে সসাধারণ মানুষকে হয়রানির করছে। আমরা এর নিরসন চাই। প্রয়োজনে আরো বড় কর্মসূচির ঘোষণা দেন তারা।