দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, মো: আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। তিনি দিনাজপুরের কন্যা। এর আগে দিনাজপুরবাসী তাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। এবারে তাকে প্রার্থী হিসেবে পেয়েছে। দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন, বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হবেন।’



