সোনারগাঁওয়ে গ্যাস সিলেন্ডারে আগুনে : মা-বাবার পর মেয়েরও মৃত্যু

বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে দগ্ধ ১৪ বছর বয়সী মুন্নি আক্তারের মৃত্যু হয়েছে। এর আগে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরীর মৃত্যু হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে দগ্ধ ১৪ বছর বয়সী মুন্নি আক্তারের মৃত্যু হয়েছে। এর আগে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরীর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান তার মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মুন্নি সোমবার রাত ৯টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের২৮ ভাগ পুড়ে গিয়েছিল।’

মুন্নি মা-বাবার সাথে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয় তার পরিবারের পাঁচ সদস্য। তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮ সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরীর মৃত্যু হয়।

বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খাঁন জানান, গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সাথে কোনো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।