ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন’- এ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে সহযোগী সদস্য সম্মেলন-২০২৫।

জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

Location :

Phulbari
শনিবার সকালে রাবাইতারী এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকালে রাবাইতারী এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে |ছবি - নয়া দিগন্ত

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন’- এ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে সহযোগী সদস্য সম্মেলন-২০২৫।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় রাবাইতারী এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আমীর প্রভাষক আব্দুস সাত্তার সাজুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মনোনীত সংসদ সদস্য প্রার্থী (কুড়িগ্রাম-২) ও সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার।

তিনি বলেন, ‘এই দেশ আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালিত হওয়ার কথা, অথচ আজও তা প্রতিষ্ঠিত হয়নি। এটা আমাদের জন্য লজ্জার, ব্যর্থতার। যারা আল্লাহর আইনকে মানে না, তারা এই দেশে নেতৃত্বের অধিকার রাখে না। আমরা আপোষ করবো না, আমরা মাথা নত করবো না। আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম করবো ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী শাখার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের সিদ্দিকী বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই সিদ্দিকীসহ আরো অনেকে ।

বক্তারা ইসলামী আদর্শে দেশ ও জাতিকে গড়ার আহ্বান জানান এবং জনগণের মাঝে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।