বরাদ্দ হয়নি শ্যামাসুন্দরী খালের

রংপুর সিটি করপোরেশনে ৭১৮ কোটি টাকার বাজেট উপস্থাপন

৬ মাসের দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের বেতন-ভাতাসহ অন্য পাওনাদি পরিশোধ করে ১৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে। যা দিয়ে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার, ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur Sadar
রংপুর সিটি করপোরেশনে ৭১৮ কোটি টাকার বাজেট উপস্থাপন
রংপুর সিটি করপোরেশনে ৭১৮ কোটি টাকার বাজেট উপস্থাপন |নয়া দিগন্ত

২০২৫-২৬ অর্থ বছরের জন্য রংপুর সিটি করপোরেশনে ৭১৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার প্রাক বাজেট উপস্থাপন করা হয়েছে। তবে বাজেটে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি শ্যামাসুন্দরী খালের বিষয়ে কোনো বরাদ্দ চাওয়া হয়নি।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিটি করপোরেশনের হল রুমে এ প্রাক বাজেট উপস্থাপন করেন প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে উন্নয়ন বরাদ্দ হিসাবে ৬০৪ কোটি ৭ লাখ ৫ হাজার ৪০৬ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ১১৪ কোটি ৮২ লাখ টাকা। অন্যদিকে চিকলি পার্ক সংস্কার, পাবলিক টয়লেট নির্মাণ, নগর ভবন সংস্কার, বাজার অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দা চাওয়া হয়েছে।

তবে বাজেটে শ্যামাসুন্দরী খালের বিষয়ে কোনো বরাদ্দ চাওয়া হয়নি। এটি পানি উন্নয়ন বোর্ডের ওপর ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ওয়ার্ড সড়ক বাতি স্থাপন, তিনটি ওভার পাসন নির্মাণ প্রকল্পসহ অনেক প্রকল্পের জন্য বরাদ্দ উল্লেখ করা হয়নি।

শহিদুল ইসলাম জানান, ৬ মাসের দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের বেতন-ভাতাসহ অন্য পাওনাদি পরিশোধ করে ১৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে। যা দিয়ে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার, ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এ সময় সিটি করপোরেশনের ওয়ার্ড প্রশাসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।