চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাহবুবুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টায় শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাহবুবুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার বাসিন্দা হলেও তিনি পরিবারের সাথে ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার তিনি তিন বন্ধুর সাথে চুয়াডাঙ্গায় বেড়াতে আসেন এবং ওই হোটেলে ওঠেন।
হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে দুই বন্ধু চলে গেলেও মাসুম হোটেলেই থেকে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশার কারণেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং সিআইডি ও পিআইবি ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।