জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে মুতাসির বিল্লাহ তৌকি (৬) ও আরিউল্লা রাইয়ান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে মুতাসির বিল্লাহ তৌকি (৬) ও আরিফুল ইসলামের ছেলে আরিউল্লা রাইয়ান (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে তারা দুইজন পুকুরে পড়ে যায়।
শিশুদের না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে স্বজনরা তাদের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে পাশের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক মুঠোফোন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।