গাজীপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গাজীপুর নগরীর প্রাণকেন্দ্র মাধববাড়ী এলাকায় ‘ভাওয়াল রাজ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে এলাকায় সমধিক পরিচিত ডা: মাজহারুল আলম পেশাজীবীদের মধ্যেও বিশেষভাবে সমাদৃত। মতবিনিময়কালে তিনি সমবায় নেতাদের সাথে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দলীয় অবস্থান তুলে ধরেন।
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘পূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসনসহ সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।’
এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকেও পূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।