হাতিয়ায় খাস জমি দখলের অপচেষ্টা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের অপচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় খাস জমি দখলের অপচেষ্টা মামলায় বিএনপি নেতা আবুল কাশেম গ্রেফতার
হাতিয়ায় খাস জমি দখলের অপচেষ্টা মামলায় বিএনপি নেতা আবুল কাশেম গ্রেফতার |নয়া দিগন্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের অপচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি খাস জমি ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দিয়ে বিক্রির খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, ‘ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখল চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।’