সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহতের অভিযোগ উঠেছে।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকার ভেলুকমারা গ্রামের পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয়ের খাসিয়া সম্প্রদায়ের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে।
নিহতের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মরহুম মকরম আলীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, শনিবার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় তার গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রোববার ভোরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



