ভূরুঙ্গামারীতে কোরবানি দাতাদের দুঃশ্চিন্তা কমাচ্ছে ভেটেরিনারি মেডিক্যাল টিম

‘কোরবানির পশুর হাটে তোলা পশু সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা ও হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা দেয়ার জন্য পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম স্থাপন করা হয়েছে।’

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে কোরবানি দাতাদের দুঃশ্চিন্তা কমাচ্ছে ভেটেরিনারি মেডিক্যাল টিম
ভূরুঙ্গামারীতে কোরবানি দাতাদের দুঃশ্চিন্তা কমাচ্ছে ভেটেরিনারি মেডিক্যাল টিম |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি মেডিক্যাল টিম পশুর সুস্থতা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের দুঃশ্চিন্তা লাঘবে কাজ করছে। কোরবানি উপলক্ষে প্রায় একমাস ধরে প্রতি হাটবারে (শনিবার ও মঙ্গলবার) ভেটেরিনারি মেডিক্যাল টিম পশুর হাটে অবস্থান করছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দাতারা যাতে সুস্থ সবল পশু কিনতে পারেন এবং পশু কিনে তাদেরকে যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় সে জন্যে মেডিক্যাল টিমটি কাজ করছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পশুর হাটের ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আশিকুজ্জামান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: মো: শামসুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

কয়েকজন পশু ক্রেতা জানান, কোরবানি দেয়ার জন্য গাভী কিনেছি। গাভী কোরবানি দেয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধি বিধান রয়েছে। গাভী গর্ভবতী কি-না তা নিশ্চিত হওয়া জরুরি। প্রাণিসম্পদ হাসপাতালের মেডিক্যাল টিম পরিক্ষা-নিরীক্ষা করে গাভী গর্ভবতী কি-না তা জানিয়ে দিচ্ছে। এতে আমাদের আর চিন্তা থাকছে না।

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান বলেন, ‘কোরবানির পশুর হাটে তোলা পশু সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা ও হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা দেয়ার জন্য পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে পশু হাটে কোনো পশু আসছে কি-না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তা নজরদারি করা করা হচ্ছে।’