বগুড়ার শিবগঞ্জের জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন কবির। খেলায় গেস্ট অব অনার ছিলেন, সাবেক কৃতি ফুটবলার ও শিক্ষক আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাঘমারা দাখিল মাদরাসা ও মোকামতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান।
খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিবাহিত দল বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি ছাগল পুরস্কার দেয়া হয়। আশেপাশের অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।