মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে আড়াইহাজার বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
আজ সন্ধ্যায় শাহজালালের আড়ৎ এলাকায় সহস্রাধিক নেতা-কর্মী মশাল প্রজ্বলন করে এই মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজির সাথে যুক্ত বিএনপি ঘোষিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। অবিলম্বে তার নমিনেশন পুনর্বিবেচনা ও বাতিল করতে হবে।
একইসাথে তৃণমূলে ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মাহমুদুর রহমান সুমনকে নমিনেশন দেয়ার দাবি জানান নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।
এই বিক্ষোভে অপর দুই জন্য প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও পারভীন আক্তার একাত্মতা প্রকাশ করেন।



