কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। ১ ঘণ্টা ২০ মিনিটের মতো ট্রেনটি আটকে থাকে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করলে এক যাত্রী আহত হয় বলে জানা গেছে। পরে আন্দোলন প্রত্যাহার করায় বেলা ১১টা ৪২ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি।
জেলার দাবিতে বেশ কিছু দিন ধরে উত্তাল ভৈরব। আজ সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এসময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকিয়ে ব্যাডমিন্টন খেলা হয়।
তাছাড়া আন্দোলন চলাকালে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর, চট্টগ্রামগামী কনটেইনার নরসিংদীর দৌলতকান্দি, আখাউড়াগামী তিতাস কমিউটার নরসিংদীর মেথিকান্দা এবং চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনটি খানাবাড়ি স্টেশনে আটকা পড়ে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে। এতে সংশ্লিষ্ট ট্রেনগুলোর যাত্রীরা পড়েন দুর্ভোগে।
আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।
এবিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ আহমেদ জানান, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নিদর্শনা পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’



