পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় শিক্ষক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় মাদরাসার শিক্ষক শামছুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন; গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় শামছুল ইসলাম (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের থানাঘাট বাইপাস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুল ইসলাম উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের মরহুম মহর উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের মজিতপুর বালিকা দাখিল মাদারাসার সহকারী মৌলভী পদে চাকরি করতেন।

মাদরাসাটির সুপার মো: শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি থানাঘাট বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস সড়ক পার হয়ে কুয়েতি মসজিদের সামনে রাস্তা পার হতে গেলে পেছন থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোবারক হোসেন বলেন, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।