গোলাম কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের কামড়ে আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুলাই) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রশিদ ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মরহুম আইনুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিজ বাড়িতে ধানের বস্তা সরানোর সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় ওঝার কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।