ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধস্তের ঘটনায় শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ ছামীম ও চতুর্থ শ্রেণির আয়মানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার দুপুরের পর প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরে নারায়ণপুর এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় পরিবার দু’টির পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়া হয় বাহিনী প্রধানের পক্ষ থেকে।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। আমাদের বাহিনীর কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে যেভাবে আমাদের বাহিনী থাকে, ঠিক একইভাবে এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারের পাশে আমরা আছি এবং সবসময় থাকব।’