ভারতে আটক ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

সম্প্রতি ব্যাঙ্গালুরু পুলিশ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের আটক করতে অভিযান শুরু করলে তারা কলকাতায় চলে যান। পরে শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা

Location :

Satkhira
হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা
হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা |নয়া দিগন্ত

ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিডাঙ্গা গ্রামের মো: আফজাল শেখের ছেলে মো: মিজানুর রহমান শেখ (৩৮), তার স্ত্রী মোসা: শারমিন আক্তার (২৪), ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪), একই গ্রামের মো: মোস্তফা শিকদারের ছেলে মো: নজরুল শিকদার (৫০), তার স্ত্রী মোসা: কহিনুর বেগম (৪৩), একই থানার বদনীডাঙ্গা গ্রামের মো: আফজাল শেখের ছেলে মো: কবির শেখ (৪০), তার স্ত্রী মোছা: তফুরা বেগম (৩০), পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের মো: হানিফ মৃধার ছেলে মো: আরমান মৃধা (২৫), তার স্ত্রী হাজেরা আক্তার (২১), ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩), মো: চুন্নু শেখের স্ত্রী মোসা: মুকুল বেগম (৪১) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফের হাকিমপুর ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। পরবর্তীতে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: আবুল কাশেমের মধ্যস্থতায় সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারত থেকে ফিরে আসা নজরুল শিকদার জানান, বাগেরহাট ও পিরোজপুর জেলার তারা ১৩ জন কয়েক বছর আগে স্বপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি ব্যাঙ্গালুরু পুলিশ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের আটক করতে অভিযান শুরু করলে তারা কলকাতায় চলে যান। পরে শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রোববার রাতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আশাশুনির আব্দুল কাদের মোড়ল জানান, তিনি কলকাতার হাওড়া এলাকায় থাকতেন। পুলিশের হাতে গ্রেফতার এড়াতে তিনি উল্লেখিতদের সাথে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।