কাউখালীতে বিএনপির অফিস ভাংচুরের মামলায় আ’লীগের ৩ নেতা কারাগারে

এর আগে উচ্চ আদালত থেকে এই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এই তিন নেতা।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
উপজেলা আওয়ামী লীগের তিন নেতা
উপজেলা আওয়ামী লীগের তিন নেতা

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহসভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দীন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে তারা তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন জানান।

জানা গেছে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহসভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে এই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এই তিন নেতা।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।