জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ ও পরে নগরীতে বিশাল গণমিছিল বের করে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মো: আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরীর নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুন। সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটেরি মুহাম্মদ কামারুজ্জামান, মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট নাছির আহমম্মদ মোল্লা, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল গণমিছিল কুমিল্লা টাউনহল মাঠ থেকে বের হয়ে টমছম ব্রিজ গিয়ে শেষ হয়।