নীলফামারী কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

বুধবার (২ জুলাই) দুপুরে নীলফামারী কারাগারের অভ্যন্তরে এ কর্মসূচির উদ্বোধন করেন কারাগারের সুপার রফিকুল ইসলাম।

আবদুল গফুর, নীলফামারী

নীলফামারী কারাগারে থাকা কয়েদি-বন্দিদের ডেঙ্গুতে আক্রান্ত থেকে রক্ষায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে কারাগার কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) দুপুরে নীলফামারী কারাগারের অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কারাগারের সুপার রফিকুল ইসলাম।

এর আগে ‘সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ি’ এই শ্লোগানে এবং কারাগারের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্যরা এবং আগত দর্শনার্থীদের অংশ গ্রহণে কারাগারের মূল ফটোকের সামনে থেকে একটি র‌্যালী কারাগার চত্বর পদক্ষিণ করে।

কর্মসূচিতে নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন, নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানসহ নীলফামারী কারাগারের কারারক্ষীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে জেলা স্বাস্থ্য বিভাগ ও নীলফামারী পৌরসভার সহযোগিতায় র‌্যালী শেষে সেখানে ডেঙ্গু প্রতিরোধে শপথ করেন অংশগ্রহণকারীরা।

নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম বলেন, কর্মসূচির প্রথম দিনে কারাগারের প্রতিটি বন্দি সেলসহ পুরো কারাগার এবং কারাগারের ভিতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও কারাগারের আশপাশ এলাকার ঝোপ-জঙ্গল, ড্রেন, বদ্ধ জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতা করে জৈব্য ও রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। একই সাথে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ প্রয়োগ করে ডেঙ্গুর লাভা ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, নীলফামারী কারাগারে বন্দি থাকা কয়েদি ও বন্দি এমনকি কারাগারে দায়িত্বরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ডেঙ্গুর আক্রান্ত থেকে নিরাপদ রাখতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।