রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীতে ৭ ও ঈশ্বরদী অফিস ৮.৫ ডিগ্রি সে. তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ১২ ঘণ্টা একই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে চলা শৈত্য প্রবাহে নাটোরের লালপুরের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
এলাকার স্বাভবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ সহ শিশু ও বৃদ্ধরা সীমাহীন কষ্টের মধ্যে পড়ে। খেটে খাওয়া মানুষ এই শীতে আগুন জ্বালিয়ে একটু উত্তাপ নেয়ার চেষ্টা করেন।
এদিন রাস্তায় যান চলাচল ও হাট বাজার এবং স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। মঙ্গলবার ৬ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে নাটোরের লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ছবিটি তোলা।



