সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখালেন রুমিন ফারহানা

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Sarail
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখাচ্ছেন রুমিন ফারহানা
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখাচ্ছেন রুমিন ফারহানা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী কার্যক্রম পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে এনপির বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথোপকথনের এক পর্যায়ে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন।

একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, ‘আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না।’

ঘটনার পরপরই সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।