চট্টগ্রাম ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আমি দীর্ঘ ৪২ বছর ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের সাথে জীবন কাটিয়েছি, মানুষের সুখে দুঃখে সঙ্গ দিয়েছি সবসময়। এলাকার প্রতিটি সমস্যাকে নিজের সমস্যা হিসেবে গ্রহণ করে সাধ্যমতো দ্রুত সমাধানের চেষ্টা করেছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আমাকে এলাকা থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে দীর্ঘদিন এলাকায় প্রবেশ করতে দেয়নি। জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাতকানিয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরো বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এই অর্জন রক্ষা করা আমাদের সবার ঈমানি দায়িত্ব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আমরা কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় নিতে চাই না, আমরা চাই বাংলাদেশের জনগণ রাষ্ট্রক্ষমতার মালিক হোক। মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের অবসান ঘটবে। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফজরের নামাজের পর বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যামে তিনি সাতকানিয়ায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় তিনি সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল পূর্ব দোকান, দুর্লভের পাড়া, মীরপাড়া, দানুর মার ঘাটা দারোগা মসজিদ, দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, মাঝের মসজিদ, কানুপুকুর পাড়া, কলেজ রোডের মাথা, আনু ফকিরের দোকান, পূর্ব ছিটুয়া পাড়া, মধ্যম ছিটুয়া পাড়া, পশ্চিম ছিটুয়া পাড়া ও রোজমর পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভার আমির হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, আব্দুস সবুর, আনোয়ার হোসেন, সাতকানিয়া জামায়াতের আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।



