ঢাকার সাভারে গার্মেন্টস শ্রমিকদের পরিবহন করা একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েও ততক্ষণে বাসের সিটসহ অধিকাংশ অংশ পুড়ে যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিস সূত্রে, রাতে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ দূরত্বে গার্মেন্টস শ্রমিকদের পরিবহন করা একটি বাস পার্কিং করা ছিল। এ সময় বাসটি আগুন দিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: মেহেরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, বাসটি ছিল শ্রমিকদের পরিবহন করা একটি বাস। আগুন লাগার সময় বাসটি পার্কিং করা ছিল।



