অ্যাটর্নি জেনারেল

শৈলকুপাকে মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে

শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
নয়া দিগন্ত

শৈলকুপাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

সোমবার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি'র পরিচালক ডা: নাসির উদ্দিন।

শৈলকুপা বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম (অব:),উপসচিব মিজানুর রহমান, ডা: রেজাউল ইসলাম, এডিসি মাহাবুবুল হক ও এডিশনাল এসপি জাকারিয়া ইসলাম জিকুসহ প্রমুখ।

ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শৈলকুপাকে মাদক মুক্ত দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে কর্মরত শৈলকুপার শতাধিক বিসিএস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।