হাসিনার রায় ঘিরে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

আওয়ামী লীগ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে জনগণই তা প্রতিহত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানান বিভিন্ন দলের নেতারা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসিনার রায় ঘিরে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
হাসিনার রায় ঘিরে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ |নয়া দিগন্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা লকডাউনের পর এবার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে ট্রাইবুনালের রায় ও লীগের শাটডাউন ঘিরে সিলেটে নাশকতার শঙ্কা বাড়ছে। এক রাতে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেয়ার ঘটনায় শঙ্কা আরো ঘনীভূত হয়েছে।

যদিও গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউনে সিলেটে তেমন কোনো অঘটন ঘটেনি। তবুও ১৬ ও ১৭ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা পরিস্থিতি মোকাবেলায় সিলেট মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘ট্রাইবুনালের রায় ঘিরে সম্ভাব্য সকল পরিস্থিতি বিবেচনায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

এদিকে বিএনপি-জামায়াতের একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে, সিলেটে শাটডাউন পালনের মতো লোকবলের অভাবেই এ কর্মসূচি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, জনগণই তা প্রতিহত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানান তারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘শাটডাউন কর্মসূচি ঘিরে আমাদের দল থেকে কোনো বিশেষ নির্দেশনা দেয়া হয়নি। আমাদের কোনো কর্মসূচিও নেই। নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণই তাদের প্রতিহত করবে। বিএনপি সবসময় জনগণের পাশে।’

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে ছিল, আছে ও থাকবে। শাটডাউন কর্মসূচি নিষিদ্ধ একটি দলের ঘোষণা—তাদের কোনো তৎপরতা থাকলে তা দেখবে প্রশাসন। আমাদের আলাদা কোনো কর্মসূচি নেই, তবে আমরা জনগণের সাথে আছি।’

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ দ্বারা ঢাকা লকডাউন ঘোষণা করায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবির সারাদেশের ন্যায় সিলেটের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবারের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে জামায়াত জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক অবস্থানে থাকতে হবে। এরপরেও পতিত আওয়ামী ফ্যাসিস্টরা যদি সিলেটে কোনো নাশকতার চেষ্টা করে তাহলে সচেতন সিলেটবাসী তাদের ধরে পুলিশে সোপর্দ করবে। যদিও আমরা মনে করে সিলেটে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তিদের সেই সামর্থ্য নেই।’

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘ট্রাইবুনালের রায় ঘিরে সিলেটে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’