বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, যে কোনো দুর্যোগে, দুর্ভোগে, করোনা-বন্যায়, সমস্যা ও সঙ্কটে আমরা সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে থেকেছি, এখনো আছি।
শুক্রবার (১৪ নভেম্বর) সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি গৃহ নির্মাণ কাজে সহযোগিতার সময় তিনি এসব কথা বলেন। এ সময় কিডনী রোগে আক্রান্ত একজন অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা এবং অন্য একজনকে গৃহ নির্মাণের জন্য টিন উপহার দেয় সোনাগাজী উপজেলা জামায়াত।
ডা: মো: ফখরুদ্দিন মানিক আরো বলেন, আমাদের ওপর ইতিহাসের সবচাইতে বড় জুলুম এবং নির্যাতন করা হয়েছে। সকল বাধা মোকাবেলা করে জনগণের পাশে আছি এক যুগের বেশি সময় ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, পৌরসভা জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারি মহসীন ভূঁঞা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান, আইবিডব্লিউএফ ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান, যুবনেতা শহীদুল ইসলামসহ স্থানীয় নেতারা।



