বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে গেছে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী (৪৫)। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমরসুলের বটতলী বাজার থেকে জিয়াউল হক চৌধুরীকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। গ্রেফতারের পর পুলিশ তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুললে তার অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়। সেই সুযোগে পুলিশ হেফাজত থেকে জিয়াউল হক হাতকড়াসহ পালিয়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘খানখানাবাদে পুলিশের কাছ থেকে আসামি পালানোর পরপরই আমি ঘটনাস্থলে হাজির হয়েছি। পলাতক আসামি জিয়াউল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ে অভিযান সফল হবে আশা করছি।’



