নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৭ (অক্টোবর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা এম বি বাকের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মো: ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম।
বক্তরা বলেন, ‘আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামীতে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
বিক্ষোভ মিছিলে সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।



