জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে ইয়ার রহমান (১০) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়ার রহমান মালিচর গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি মুদির দোকানে টিভি দেখার কথা বলে বের হয় ইয়ার রহমান। পরে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখঁজির পর কোথাও পাওয়া যায়নি। আজ সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে কৃষকরা কাজ করতে গেলে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খরব দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড।
তিনি আরো বলেন, এই সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনা হবে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।



