মুন্সিগঞ্জ-২ আসনে নাটকীয় মোড়, বিএনপির মনোনয়ন পেলেন সালাম আজাদ

দলের ভেতরের বিরূপ প্রতিক্রিয়া ও প্রার্থীর শারীরিক অসুস্থতার প্রেক্ষাপটে মুন্সিগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সিগঞ্জ-২ আসনে নাটকীয় মোড়, বিএনপির মনোনয়ন পেলেন সালাম আজাদ
মুন্সিগঞ্জ-২ আসনে নাটকীয় মোড়, বিএনপির মনোনয়ন পেলেন সালাম আজাদ |নয়া দিগন্ত

দলের ভেতরের বিরূপ প্রতিক্রিয়া ও প্রার্থীর শারীরিক অসুস্থতার প্রেক্ষাপটে মুন্সিগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। বুধবার রাতে সাবেক মনোনীত প্রার্থীর পরিবর্তে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর আগে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেওয়া হলেও দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকা এবং বিএনপি থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতির মধ্যে নব্বই ঊর্ধ্ব সিনহা গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেয়া হয়।

এই প্রেক্ষাপটে বুধবার রাতে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পরিবর্তন করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে প্রার্থী ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সালাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত। বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণ করেছেন তিনি। প্রার্থী পরিবর্তনের ফলে আসনটিতে দলের নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পাবে বলে মনে করছেন নেতাকর্মীরা।