শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

রোববার দুপুরে শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মরহুম করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ৩টার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দিতে রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিনি রেললাইন পাড় হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দা এস্কান্দার শেখ বলেন, ‘মৃত আছুরা বেগম মানসিক প্রতিবন্ধী বিধায় সে কারো বারন মানতো না। আমার বড় ভাই সিকান্দার শেখ পেঁয়াজ লাগাতে যাওয়ার সময় ওনাকে বলেছিলো ট্রেন আসবে বাড়ি যাও। ট্রেনের নিচে পড়ে যাবে। কিন্তু উনি তার কথা শুনেনি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।’