হাদি হত্যার বিচার দাবি

রংপুরে শহীদ আবু সাঈদ চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের সামনে অবস্থান নিয়ে মঞ্চের নেতারা এই ঘোষণা দেন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে ইনকিলাব মঞ্চের অবস্থান
রংপুরে ইনকিলাব মঞ্চের অবস্থান |নয়া দিগন্ত

জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারী, পরিকল্পনাকারী ও কুশিলবদের গ্রেফতার করে এক মাসের মধ্যে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের সামনে অবস্থান নিয়ে মঞ্চের নেতারা এই ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা এতে অংশ নেন। এসময় উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস; হাদিভাই কবরে, খুনি কেন বাহিরে; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো; তুমি কে আমি কে, হাদি হাদিসহ নানা স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাহিদ হাসান জয়, জাতীয় ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান রহমত আলী, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

এসময় নেতারা অভিযোগ করেন, ‘১৫ দিনেও হাদি হত্যার কোনো কূল-কিনারা করতে পারেনি ইন্টেরিম সরকার। এ বিষয়ে স্পষ্ট সুরাহা না করা পর্যন্ত ছাত্র-জনতা মাঠে থাকবে। প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে গিয়ে যমুনা ঘেরাও করা হবে।’

এছাড়াও নগরীর লালবাগে আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন হয়।