ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল |নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সিয়াম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে এবং রাজধানীর বংশালে একটি গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে।

জানা গেছে, সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঢাকামুখী লেনে মোটরসাইকেলসহ লাশ পড়ে থাকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবু নঈম সিদ্দীকি নয়া দিগন্তকে জানান, ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।