জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চুয়াডাঙ্গায় ‘ভোটের গাড়ি’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রচারণা শুরু হয়। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
‘ভোটের গাড়ি’তে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
‘ভোটের গাড়ি’তে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে শুরু হয় সচেতনতামূলক প্রদর্শনী ও জনমত সংগ্রহ কার্যক্রম। সেখানে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ জানানোর জন্য একটি বিশেষ জনমত বক্স স্থাপন করা হয়, যেখানে লেখা ছিল— ‘আপনার মতামত পাঠান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রচারণা শুরু হয়। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান, বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনা এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বার্তা। এছাড়া জনসাধারণকে গণভোটের উদ্দেশ্য, প্রক্রিয়া ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। কর্মসূচির মূল স্লোগান ছিল ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে।’

তীব্র শীত উপেক্ষা করেও বড়বাজার চৌরাস্তা ও শহীদ হাসান চত্বরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।