পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এবং বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতির বাস্তবায়ন এবং পূর্বের চারটি আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল শনিবার বিকেলে বাগেরহাট রেলরোডে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার আহ্বান জানান।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ইসলামী আন্দোলনের নেতা শেখ আতিয়ার রহমান, সংগঠনের সংগ্রামী সভাপতি মাওলানা মাহবুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফারুক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, জেলা সদস্য মাওলানা শেখ মোহাম্মদ নাসরুল্লাহ, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মুফতী নুরুজ্জামান, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ।
এছাড়াও সভায় সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বক্তারা সাংবাদিকদের মাধ্যমে বাগেরহাটবাসীর সহযোগিতা কামনা করেন, যাতে শনিবারের গণসমাবেশ সফলভাবে সম্পন্ন করা যায়।