পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড |নয়া দিগন্ত

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে মো: ফিরোজ আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো আট মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ফিরোজ আলম বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মরহুম মোফাজ্জেল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ফিরোজ আলমের সাথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মরহুম আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে ফিরোজ আলম তার স্ত্রী বিউটি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেকে রক্ষা করতে জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িত প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করেন। ঘটনার পর নিহত বিউটির ভাই মো: ইউনুস মল্লিক ফিরোজ আলমকে প্রধান আসামি করে এবং আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ফিরোজকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।