লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো নারী ও শিশুসহ সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি পুলিশ ও স্থানীয়রা জানায়, হোসনাবাদ সীমান্তের ৮৮২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে মঙ্গলবার ভোররাতে ভারতের কোচবিহার জেলার ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাতজনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে তিনজন শিশু, দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছে।
এ সময় খবর পেয়ে বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুশইন করা নারী, শিশু, পুরুষদের আটক করে খারিজা জোংড়া এলাকার একটি বিদ্যালয়ে আটকে রাখে। পরে বিজিবি মঙ্গলবার দুপুরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুশইন করা ব্যক্তিরা হলেন মরহুম আব্দুর রহিমের ছেলে মো: কাওসার (৭০) তার ভাই মো: খুরশিদ (৫০) কাওসারের স্ত্রী মুন্নী খাতুন (৬০) খুরশিদের স্ত্রী তারা বেগম (৪৫) তাদের মেয়ে সানিয়া (১৭) রাজিয়া (১৫) ও আমেনা (৮) এরা খুলনার মেট্রোপলিটন, হাউজিং বাজার এলাকার খালিশপুর থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুশইন করা ব্যক্তিদের নাগরিকত্ব খতিয়ে দেখা হচ্ছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হলে তাদের কাছে হস্তান্তর করা হবে।



